Wellcome to National Portal

Society

Main Comtent Skiped

Title
Awareness Programme amomg Beneficiaries
Details

মোবাইল আর্থিক প্রতিষ্ঠান “নগদ” এর মাধ্যমে G2P পদ্ধতিতে সমাজসেবা অধিদফতর এর আওতাধীন উপকারভোগীদের জন্য মাঠ পর্যায়ে ভাতাগ্রহন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচী গত ২১ শে নভেম্বর রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তন,কসবা, ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া,উপজেলা নির্বাহী অফিসার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, মেয়র, কসবা পৌরসভা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, এবং উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর মিয়াসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

Attachments
Publish Date
29/12/2022
Archieve Date
20/02/2024