Wellcome to National Portal

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম নিয়ে বাংলাদেশ টেলিভিশনে প্রতিদিন সকাল ৯.৪৫ মিনিটে সমাজদর্পণ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে কসবা উপজেলার বিভিন্ন কর্মসূচীর প্রতিবেদন

উপজেলা সমাজসেবা কার্যালয়,

কসবা, ব্রাহ্মণবাড়িয়া

সমাজসেবা অধিদপ্তর

সমাজকল্যাণ মন্ত্রণালয়



মিশন ও ভিশন


ভিশন: উন্নত জীবন এবং যত্নশীল সমাজ

মিশন: সামাজিক সুরক্ষা, ক্ষমতায়ন ও উন্নয়নের মাধ্যমে দরিদ্র

অসহায় জনগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নত জীবন প্রস্তুত।


কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ


১. কসবা উপজেলার কর্মরত কর্মকর্তাদের তথ্যাবলী:


ক্রম

নাম

পদবী

কর্মস্থল

চাকুরীতে প্রথম যোগদানের তারিখ

পদের শ্রেণী

০১

মোহাম্মদ আলমগীর মিয়া

উপজেলা সমাজসেবা অফিসার

উপজেলা সমাজসেবা কার্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া

২১/০৫/২০১৮

১ম



২. ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারিদের বিদ্যমান পদের তথ্যাবলী:


ক্রম

পদের নাম


অনুমোদিত পদ সংখ্যা

পদের মান

/শ্রেণী

কর্মরত পদ

শুন্যপদ

মন্তব্য


ফিল্ড সুপারভাইজার


১ টি

৩য়


১টি



অফিস সহ:-কাম-কম্পি:মুদ্রা:


১ টি

৩য়

-

১টি



ইউনিয়ন সমাজকর্মী


০৬ টি

৩য়

০৬ টি

-



কারিগরী প্রশিক্ষক


৩ টি

৪র্থ

-

৩ টি



অফিস সহায়ক


১ টি

৪র্থ

১ টি

-



নৈশ্য প্রহরী


১ টি

৪র্থ

১ টি

-



 

৩. উপজেলায় কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারিদের তথ্যাবলী:


ক্রম

নাম

পদবী

কর্মস্থল

পদের শ্রেণী

০১

মোঃ মনিরুজ্জামান

ইউনিয়ন সমাজকর্মী

উপজেলা সমাজসেবা কার্যালয়,

কসবা, ব্রাহ্মণবাড়িয়া

৩য় শ্রেণী

০২

ফৈরদৌসি বেগম

-ঐ-

-ঐ-

৩য় শ্রেণী

০৩

হনুফা বেগম

-ঐ-

-ঐ-

৩য় শ্রেণী

০৪

শাহ আলম

-ঐ-

-ঐ-

৩য় শ্রেণী

০৫

মোঃ হারিস মিয়া

-ঐ-

-ঐ-

৩য় শ্রেণী

০৬

মোঃ আইয়ুব মিয়া

-ঐ-

-ঐ-

৩য় শ্রেণী

০৭

 কাজী খোকন

অফিস সহায়ক

-ঐ-

৪র্থ শ্রেণী

০৮

খোকন মিয়া

নৈশ্য প্রহরী

-ঐ-

৪র্থ শ্রেণী

 

 

ক্ষুদ্রঋণ কর্মসূচী


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সনে গ্রামের গরীব অসহায় মানুষের কল্যানে পল্লী সমাজসেবা কার্যক্রম চালু করেন। বর্তমানে কসবা উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৭ টি প্রকল্প গ্রামের ৭০১৩ জন দরিদ্র ব্যক্তির মধ্যে ১৪০৬১৫০০/- টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।


এছাড়াও, সমাজসেবা অধিদফতর ১৯৭৫ সন হতে পল্লী মাতৃকেন্দ্র কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। শুধুমাত্র জন্মদানে সক্ষম নারীদের অংশগ্রহণের মাধ্যমে পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নরসিংদী সদর উপজেলায় ১০ টি পল্লী মাতৃকেন্দ্রের মাধ্যমে অনগ্রসর, বঞ্চিত, দরিদ্র ও সমস্যাগ্রস্ত নারীদের সংগঠিত করে পরিবার ভিত্তিক দরিদ্রতা হ্রাস করা হচ্ছে।


’এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম’ নামে ২০০২-০৩ অর্থ বছর থেকে এ কর্মসূচি শুরু করা হয়। এই কর্মসূচির মাধ্যমে এসিডদগ্ধ ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করাসহ এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তাদের দক্ষতাভিত্তিক অথবা ব্যক্তি যে কাজে অভিজ্ঞ ও পারদর্শী সে কাজের জন্য তাকে অথবা তার পরিবারকে ক্ষুদ্রঋণ সহায়তা প্রদান করাই এ কর্মসূচির উদ্দেশ্য।



কার্যক্রমের নাম

প্রাপ্ত বরাদ্দ

বিতরণকৃত অর্থ

আদায়যোগ্য অর্থ

আদায়কৃত অর্থ

আদায়ের হার

পুন:বিনিয়োগ অর্থ

আদায়যোগ্য অর্থ

আদায়কৃত

 অর্থ

আদায়ের

হার

পল্লী সমাজসেবা কার্যক্রম(ক্ষুদ্রঋণ)

১০৩৫০০০০

১০০৫০০০০

১০৬৮১০০০

১০২৪৬৬১০

৯৫%

২৭৩৯০০০০

২৭৯৮৬২০০

২৭১০২৩৫০

৯৬%

পল্লী সমাজসেবা কার্যক্রম (RSS)

৪২১২৮১৭

৪২১১৫০০

৪৬৩২৬৫০

৪১৭৯৫০০

৯৫%

৬০৪৬৩০০০

৬৩৯৯৩৯৩০

৬২৬৮৮৯১২

৯৭%

পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম

১৭৭৭৫০০

১৬২২৫০০

১৭৪৮১৭৫

১৭৪৮১৭৫

১০০%

১২৬০০০০

৯৫৭৫০০

৮৭৩৯৫০

৯১%

এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম

১৮৩১২৬৯

১৭৩৩৮০০

১৭৮৮৯৯০

১৬৭৬১৯৯

৯৩%

৮৬৩০০০০

৮৫৯৮৪৯২

৮৪২৫৫৫৭

৯৭%


 

সামাজিক নিরাপত্তামুলক কর্মসূচি


১৯৯৭-৯৮ অর্থবছর থেকে বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান, পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি এবং তাদের চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করর লক্ষ্যে মাসিক ৫০০/-টাকা হারে বয়স্কভাতা চালু করা হয়। বর্তমানে কসবা উপজেলায় ১৫,৯৪৬ জন বয়স্ক ব্যক্তিকে মাসিক ৫০০/- টাকা হারে বয়স্ক ভাতা প্রদান করা হচ্ছে।


১৯৯৮-৯৯ অর্থবছর বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান,পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি, আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদার করার লক্ষ্যে ’বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্হ মহিলা ভাতা’ কার্যক্রম চালু করা হয়। পরবর্তীতে এই কর্মসূচির নাম পরিবর্তন করে  বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা করা হয়। কসবা উপজেলায় বর্তমানে ৩,৬৫৫ জন বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা মাসিক ৫০০/-টাকা হারে এই ভাতা পাচ্ছেন।


২০০৫-০৬ অর্থবছর প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি প্রদত্ত সাংবিধানিক ও আইনগত প্রতিশ্রুতি পূরণ ও অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়নকল্পে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসুচি চালু করা হয়। বিগত অর্থবছরে ৫,৮৯৭ জন প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ৭৫০/-টাকা হারে এই ভাতা প্রদান করা হয়েছে। চলতি অর্থবছর থেকে সরকারী নির্দেশনা অনুযায়ী ৮৫০/- টাকা হারে এ ভাতা প্রদান করা হবে।

 

ভাতা কার্যক্রম:

 


ক্রম নং

কার্যক্রম

ভাতা ভোগীর সংখ্যা

বরাদ্দকৃত অর্থ

বিতরণকৃত অর্থ

ভাতা গ্রহীতার সংখ্যা

বিতরণের হার


বয়স্ক ভাতা

১১

৯৫৬৭৬০০০

৯৫৬৭৬০০০

১৫৯৪৬

১০০%


বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা

৩১০৯

২১৯৩০০০০

২১৯৩০০০০

৩৬৫৫

১০০%


অসচ্ছল প্রতিবন্ধী ভাতা

৫৮৯৭

৫৩০৭৩০০০

৫৩০৭৩০০০

৫৮৯৭

১০০%


হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা

০৬

৩৬,০০০

৩৬০০০

১০০%


অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা

১৩৬

৩৬৬০০০

৩৬৬০০০

৬১

১০০%


প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপঃ

কসবা উপজেলায় এখন পর্যন্ত ৫,১৫৭ জন প্রতিবন্ধী ব্যক্তিকে সুবর্ণ নাগরিকের পরিচয়পত্র প্রদান করা হয়েছে।